নোয়াখালী: ঢাকা থেকে মনোনয়ন নিয়ে ফেরার পথে নোয়াখালীর হাতিয়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগ মনোনীত দুই চেয়ারম্যান প্রার্থীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বয়ারচর হরণী ইউনিয়নের হাতিয়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিকলে হাতিয়া উপজেলায় আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থীরা দলীয় মনোনয়নের চিঠি নিয়ে ঢাকা থেকে নোয়াখালী সদর হয়ে হাতিয়ায় ফিরছিলেন। পথে উপজেলার হরণী ইউনিয়নের বয়ারচর হাতিয়া বাজারে শতাধিক ব্যক্তি ইউপি চেয়ারম্যান প্রার্থী ও তাদের লোকজনের ওপর হামলা চালায়।
হামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চরকিং ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন আহম্মদ, চরঈশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলাউদ্দিন আজাদ ও তাদের সহযোগী হেলাল উদ্দিন, বাহাদুর, মনিরসহ ১০ জন আহত হন।
খবর পেয়ে বয়ারচর পুলিশ ফাঁড়ির সদস্যরা আহতদের উদ্ধার করে নদীর ঘাটে পৌঁছে দেয়। পরে হাতিয়া থানা পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিসুল হক বাংলানিউজকে জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা ঢাকা থেকে চূড়ান্ত মনোনয়ন নিয়ে হাতিয়ায় ফেরার পথে দুর্বৃত্তরা তাদের গাড়ি বহরে হামলা ও ভাঙচুর চালায়। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে দ্বীপ উপজেলা হাতিয়ায় ইউপি চেয়ারম্যান পদে চরকিং ইউনিয়নে মহিউদ্দিন আহম্মদ, চরঈশ্বর ইউনিয়নে আলাউদ্দিন আজাদ, তমরদ্দি ইউনিয়নে ফখরুল ইসলাম, সোনাদিয়া ইউনিয়নে নুর ইসলাম, জাহাজমারা ইউনিয়নে সিরাজ উদ্দিন, নিঝুমদ্বীপ ইউনিয়নে মেহরাজ উদ্দিন ও বুড়িরচর ইউনিয়নে জিয়া আলী মোবারক কল্লোলকে মনোনয়ন দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এমজেড