ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দলীয় প্রতীকে নির্বাচনে অংশ অবস্থান যাচাই করা উচিৎ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
দলীয় প্রতীকে নির্বাচনে অংশ অবস্থান যাচাই করা উচিৎ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের / ফাইল ফটো

নারায়ণগঞ্জ: আসন্ন ইউনিয়ন (ইউপি) পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নিয়ে নিজেদের অবস্থান যাচাই করে নেওয়া প্রত্যেক রাজনৈতিক দলেরই উচিৎ।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের মেঘনা সেতু এলাকায় যানজট পরিদর্শন করতে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।



এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপদ নারায়ণগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী সামসুউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যানজট প্রসঙ্গে মন্ত্রী বলেন, মেঘনা সেতুর মেরামত কাজ ও রাস্তায় ফিটনেসবিহীন যানবাহন বিকল হয়ে যাওয়ার কারণে শুক্রবার দিনব্যাপী এ তীব্র যানজট সৃষ্টি হয়।

সরকারি ছুটির দিনগুলোতে সড়ক ও সেতুর মেরামত কাজ বন্ধ রাখতে সড়ক ও জনপদ বিভাগকে নির্দেশ দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আগামী সোমবার পর্যন্ত মেঘনা সেতুর মেরামত কাজ বন্ধ থাকবে।

‘জাইকার সহায়তায় মেঘনা, মেঘনা-গোমতী এবং কাঁচপুর নতুন সেতুর নির্মাণ আগামী মাসেই কাজ শুরু হবে। আর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেন কাজও শেষ পর্যায়ে। মে মএস তা উদ্বোধন হবে। ’

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।