ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সোমবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
সোমবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চেঙ্গী স্কোয়ারে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।



মাটিরাঙ্গায় মোটরসাইকেল চালক আজিজুল হাকিম শান্তি হত্যায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং পানছড়িতে অপহৃত দুইজনের মুক্তির দাবিতে এ অবরোধের ডাক দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সূত্র জানায়, রোববার দুপুরে বাঙালি ছাত্র পরিষদের উদ্যোগে চেঙ্গী স্কোয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাসস্টেশন এলাকা ঘুরে এসে আবারও চেঙ্গী স্কোয়ারে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল মজিদ, সহ  সভাপতি ইব্রাহিম মনির, কুমিল্লা মহানগর কমিটির সভাপতি কাজী হারুনুর রশিদ, সাহাজল ইসলাম সজল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।