বরগুনা: প্রথমধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বরগুনার ৫টি উপজেলার ৩৪টি ইউপির প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে স্ব স্ব ইউনিয়নের রিটানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা।
২৩ ও ২৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২ মার্চ। এসব ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ২২ মার্চ।
এদিকে, মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার (এসপি) বিজয় বসাক বাংলানিউজকে বলেন, মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা তৈরি না হয় এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এসআর