ঢাকা: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সন্তগৌড়ীয় মঠের প্রধান পুরোহিত অধ্যক্ষ জগেশ্বর রায়কে হত্যা ও অন্য পূজারীদের গুলি করে আহত করার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২২ ফেব্রুয়ারি) এ বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।
বিবৃতিতে ফখরুল বলেন, দুর্বৃত্তরা চাপাতি, গুলি ও ককটেল ব্যবহার করে এই পৈশাচিক ঘটনা ঘটিয়েছে। এই মর্মান্তিক ঘটনাকে মানবতাবিরোধী কাজ বলে অভিহিত করেন।
তিনি বলেন, বর্তমান সময়ের সবচাইতে লোমহর্ষক ঘটনা পুরোহিতকে গলা কেটে হত্যা করা। যারা এই জঘন্য নৃশংস ঘটনা ঘটিয়েছে তারা সভ্যতা, সংস্কৃতি ও মানবতার শত্রু। পশু শক্তিতে বলীয়ান হয়ে এরা অন্ধকারে বিচরণ করে। এদের কাছে সম্প্রীতি, সহানুভুতি ও সহমর্মিতার মানবীয় কোনো গুণাবলী নেই।
মির্জা আলমগীর বলেন, গহীন অন্ধকারের দিকে দেশকে ঠেলে দেওয়াই হচ্ছে এদের চূড়ান্ত লক্ষ্য। বর্তমানে অপশাসনের এক ভয়াল নৈরাজ্যের মধ্যে দেশবাসী দুঃসময় অতিক্রম করছে। একদিকে যেমন মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই অন্যদিকে মানুষের বাক-ব্যক্তি ও গণমাধ্যমের স্বাধীনতা নেই। গণতন্ত্রকে নির্বাসনে পাঠানোর জন্য বিরোধী দলের রাজনৈতিক অধিকার এখন অবলুপ্ত।
তিনি বলেন, দুর্বৃত্তদের হাতে নির্মম ভাবে নিহত পুরোহিত জগেশ্বর রায়ের আত্মার শান্তি কামনা করেন এবং অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি মঠের আহত পুজারীদের সুস্থতা কামনা করেন।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এমএম/বিএস