ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউনিয়ন পরিষদ নির্বাচন

সিলেটের আট ইউনিয়নে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
সিলেটের আট ইউনিয়নে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

সিলেট: সিলেট সদর উপজেলার ৮টি  ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪২ জন, সাধারণ সদস্য পদে ৩৫৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তারা এ মনোনয়নপত্র জমা দেন।



সিলেট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সানজিদা আফরিন ছন্দা বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে, এই প্রথম দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাই দলীয় নেতাকর্মীদের মধ্যে চরম উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উৎসবম‍ুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন। এছাড়া স্বতন্ত্র ও অন্য দলের প্রার্থীরা এবং ইউপি সদস্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন যারা:
খাদিমনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তারা হলেন- তারা মিয়া (আ’লীগ), ইলিয়াস আলী (বিএনপি), দেলওয়ার হোসেন (বিএনপি বিদ্রোহী), ডা. বাবুল আহমদ (স্বতন্ত্র), সিরাজুল ইসলাম (স্বতন্ত্র), গৌরাঙ্গ সরকার (স্বতন্ত্র)।

এছাড়া সদস্য পদে ৬৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন মনোয়নপত্র জমা দিয়েছেন।

খাদিমপাড়া ইউনিয়ন : এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তারা হলেন- নজরুল ইসলাম বেলাল (আ’লীগ), মো. ফারুক আহমদ (বিএনপি), সেলিম আহমদ (জাপা), হাফিজ শরীফ আহমদ (ইসলামী আন্দোলন), মো. আফছার আহমদ (আ’লীগ বিদ্রোহী), মোজাম্মেল হোসেন লিটন (স্বতন্ত্র), মুফতি মাওলানা মো. জাকারিয়া (স্বতন্ত্র) ও ফজলুল হক (স্বতন্ত্র)।

এছাড়া সদস্য পদে ৬৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ জন মনোয়নপত্র জমা দিয়েছেন।

টুলটিকর ইউনিয়ন: এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তারা হলেন- আবদুল মছব্বির (আ’লীগ), কাজী মুহিবুর রহমান (বিএনপি), এসএম আলী হোসেন (আ’লীগ বিদ্রোহী), লুৎফুর রহমান (স্বতন্ত্র)।
 
এছাড়া সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন মনোয়নপত্র জমা দিয়েছেন।

মোগলগাঁও ইউনিয়ন:  চেয়ারম্যান পদে ৪জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তারা হলেন- হিরন মিয়া (আ’লীগ), মাসুদ মিয়া (বিএনপি), নাজির উদ্দিন (স্বতন্ত্র), শামসুল ইসলাম (স্বতন্ত্র)।

এছাড়া সদস্য পদে ৪১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন মনোয়নপত্র জমা দিয়েছেন।

জালালাবাদ ইউনিয়ন :  চেয়ারম্যান পদে ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তারা হলেন- আশরাফ আলী (আ’লীগ), ইসলাম উদ্দিন (বিএনপি), মনফর আলী (স্বতন্ত্র), ফয়সল আহমদ তারা মিয়া (স্বতন্ত্র), আতিকুর রহমান (স্বতন্ত্র)।

এছাড়া সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭ জন মনোয়নপত্র জমা দিয়েছেন।

হাটখোলা ইউনিয়ন :  এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তারা হলেন- খুর্শিদ আহমদ (আ’লীগ), আজির উদ্দিন (বিএনপি), চান মিয়া (স্বতন্ত্র), রহমত উল্লাহ (স্বতন্ত্র), শাকিব জামান (স্বতন্ত্র), শামস উদ্দিন (স্বতন্ত্র), মো. রফিকুজ্জামান (স্বতন্ত্র)।

এছাড়া সদস্য পদে ৪১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন মনোয়নপত্র জমা দিয়েছেন।

কান্দিগাঁও ইউনিয়ন :  এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তারা হলেন- নিজাম উদ্দিন (আ’লীগ), আহমদ আলী (বিএনপি), আবদুল মনাফ (স্বতন্ত্র), আবদুল মতিন সামাদ (স্বতন্ত্র), সাজ্জাদ মিয়া (স্বতন্ত্র)।

এছাড়া সদস্য পদে ৫৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন মনোয়নপত্র জমা দিয়েছেন।

টুকেরবাজার ইউনিয়ন :  এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তারা হলেন- আলতাফ হোসেন (আ’লীগ), শহীদ আহমদ (বিএনপি), দেলোয়ার হোসেন (স্বতন্ত্র)।

এছাড়া সদস্য পদে ৪৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন মনোয়নপত্র জমা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এএএন/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।