ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পুলিশ অ্যাসল্ট মামলা

মৌলভীবাজারে বিএনপি-জামায়াতের ১৮ নেতাকর্মীর জামিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
মৌলভীবাজারে বিএনপি-জামায়াতের ১৮ নেতাকর্মীর জামিন

মৌলভীবাজার: মৌলভীবাজারে পুলিশ অ্যাসল্ট মামলায় বিএনপি-জামায়াতের ১৮ নেতাকর্মী জামিনে মুক্ত হয়েছেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে শহরের গোমড়া এলাকার জেলা কারাগার থেকে মুক্ত হন তারা।



এরা হলেন, জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক আব্দুল মুকিত, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহমুদুর রহমান, জেলা জামায়াতের আমির আব্দুল মান্নান, জেলা যুবদল সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজনু, জেলা যুবদল সাবেক সভাপতি হেলু মিয়া, যুবদল নেতা শাহীন আহমদ, পৌর বিএনপির প্রচার সম্পাদক শাহীন মিয়া, জেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক আলী ছব্দর খাঁন বাবর, জেলা ছাত্রদল সদস্য ছাদিকুর রহমান ওয়েছ, মনসুর আহমেদ, টিটু আলম, সৈয়দ তানভীর আলী, আনোয়ার আহমদ, স্বেচ্ছাসেবক দলের সুমন আহমদ, মিলাদ আহমদ, লোকমান মিয়া ও জামায়াতের কর্মী ফয়সল আহমদ।

মুক্তি পাওয়ার পর কারাগারের ফটক থেকে তাদের অভ্যর্থনা জানান, জেলা বিএনপি সভাপতি এম নাসের রহমান, বিএনপি নেতা ইউসুফ আলী, অ্যাডভোকেট আনোয়ার আক্তার চৌধুরী শিউলি, আব্দুর রহিম রিপন, রানা খাঁন শাহীন, সাদিক আহমদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

উল্লেখ্য, গত বছরের ৫ জানুয়ারি মৌলভীবাজার জেলা কারাগারের সামনে পুলিশ ও ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে পুলিশ বাদী হয়ে মৌলভীবাজার সদর থানায় একটি মামলা দায়ের করে। এ মামলায় পলাতক আসামিরা ১৫ ফেব্রুয়ারি মৌলভীবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাহাউদ্দিন কাজীর আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।