কক্সবাজার: প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কক্সবাজারের কুতুবদিয়ায় মনোনয়নপত্র দাখিলের শেষদিনে ৩০৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৬টি ইউনিয়ন থেকে এসব মনোনয়নপত্র জমা হয়।
উত্তর ধুরুং ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন এবং সাধারণ সদস্য পদে ৩৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দক্ষিণ ধুরুং ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৫০ জন মনোনয়নপত্র জমা দেন।
লেমশীখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কৈয়ারবিল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ২৯ জন মনোনয়নপত্র দাখিল করেন।
বড়ঘোপ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৪ জন জমা দিয়েছে।
আলী আকবর ডেইল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন ও সাধারণ সদস্য পদে ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় উপজেলার বড় দুদলের একাধিক চেয়ারম্যান প্রার্থী দলীয় প্রতীক চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার ও বুধবার প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২ মার্চ। নির্বাচন অনুষ্ঠিত হবে ২২ মার্চ।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
টিটি/এআর/টিসি