ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সুন্দরবন অভিমুখে জনযাত্রার পথসভা মানিকগঞ্জে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
সুন্দরবন অভিমুখে জনযাত্রার পথসভা মানিকগঞ্জে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: রামপালের কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে সুন্দরবন অভিমুখে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ -বন্দর রক্ষা জাতীয় কমিটির জনযাত্রা মানিকগঞ্জে র‌্যালি ও পথসভা করেছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত শহরের প্রধান সড়কগুলোতে র‌্যালি শেষে বিজয় মেলার মাঠ সংলগ্ন শহীদ স্মৃতি স্তম্ভের সামনে তারা পথসভা করে।



এ সময় বক্তব্য রাখেন, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, প্রকৌশলী রহমতউল্লাহসহ অনেকেই।

র‌্যালি ও পথসভায় অংশগ্রহণ করেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাসদ, গণসংহতি আন্দোলন, ইউনাইটেড কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রিক বিপ্লবী পার্টিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

এসময় তারা অচিরেই রামপালের কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।