ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে ককটেলসহ ২ জামায়াত নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
সিরাজগঞ্জে ককটেলসহ ২ জামায়াত নেতা আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতি গ্রামে অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের আমিরসহ দুই জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে জিহাদী বই ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।

শুক্রবার (১২ আগস্ট) সকালে ইছামতি জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, সদর উপজেলা জামায়াতের আমির ও ছোনগাছা ইউনিয়নের ইটালী পুর্বপাড়া গ্রামের মৃত আব্দুস সোবাহানের ছেলে মইদুল আলম (৭০) এবং   শিয়ালকোল ইউনিয়ন জামায়াতের আমির ও একই উপজেলার জগৎগাঁতী গ্রামের মৃত ওমেদ আলীর ছেলে জগৎগাঁতী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আব্দুস সালাম (৫৮)।

সদর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, নাশকতার উদ্দেশে জামায়াতের ১২/১২ জন নেতাকর্মী ইছামতি জামে মসজিদে বৈঠক করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে সকালে সেখানে অভিযান চালানো হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও উপজেলা আমির ও শিয়ালকোল ইউনিয়ন আমিরকে আটক করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদ শেষে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
আরবি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।