ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

রাজনীতি

সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের সমীহ করা উচিৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের সমীহ করা উচিৎ

সিলেট: সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের সমীহ করা উচিৎ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেন, কেননা আরও ২০-২৫ বছর পর দেশে মুক্তিযোদ্ধাদের খুঁজে পাওয়া দুষ্কর হবে।

 

শুক্রবার (১২ আগস্ট) দুপুরে সিলেটের চৌহাট্টাস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের কার্যালয়ের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধকালীন দেশের বেশিরভাগ মানুষ মনে প্রাণে মুক্তিযুদ্ধের সপক্ষে ছিলো। যে যেভাবে পেরেছে তারা নিজেদের দায়িত্ব পালন করেছে। সে অনুযায়ী বিশ্বে এরকম জনযুদ্ধ কম হয়েছে।

নিজে মুক্তিযোদ্ধা হয়ে অস্ত্র হাতে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ না করতে পারার আক্ষেপ করে অর্থমন্ত্রী বলেন, এরপরও আমি নিজেকে একজন মুক্তিযোদ্ধা দাবি করি। কারণ মুক্তিযুদ্ধের সময় প্রবাসে আমি এদেশের পক্ষে জনমত গড়ে তুলতে কাজ করেছি।

অর্থমন্ত্রী বলেন, আগস্ট বাঙালি জীবনের সবচেয়ে শোকাবহ মাস। এ মাসে কতিপয় বিপথগামীরা জাতির পিতাকে হত্যা করেছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের কমান্ডার ভবতোষ বর্মণ রানার সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার আব্দুল খালিকের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
এনইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।