ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

রাজনীতি

সেলিমা রহমান-শিমুল বিশ্বাসসহ ৬৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
সেলিমা রহমান-শিমুল বিশ্বাসসহ ৬৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ঢাকা: রাজধানীর মতিঝিল থানার নাশকতার একটি মামলার চার্জশিট আমলে নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ৬৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লার আদালত মামলার চার্জশিট আমলে নিয়ে আসামিরা পলাতক থাকায় এ পরোয়ানা জারি করেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল পরোয়ানা জারির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারসহ দুই আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

জামিনে থাকা চার্জশিটভূক্ত ২৫ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- শিরিন সুলতানা, মারুফ কামাল খান সোহেল, হাবিব-উন নবী খান সোহেল, আজিজুল বারী হেলাল, সফিউল আলম বাবু, মীর সরাফত আলী সপু, কাইয়ুম কমিশনার ও লতিফ কমিশনার।

গত বছরের ফেব্রুয়ারি মাসে মতিঝিল থানা এলাকায় নাশকতার অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।