ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

রাজনীতি

গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি না করার দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি না করার দাবিতে মানববন্ধন ছবি: মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি না করার দাবিতে এবং জঙ্গিবাদবিরোধী জনতার ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশ।

সোমবার (২২ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে দলটি।

মানববন্ধনে বক্তারা বলেন, গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা অযৌক্তিক। সরকারকে দেশের মানুষের কথা ভাবতে হবে। সরকার মূল্য বৃদ্ধি করলে মানুষ ভোগান্তির শিকার হবে। তাদেরকে অর্থনৈতিকভাবে চাপে ফেলা হবে।

বক্তারা আরো বলেন, জনগণের মধ্যে জঙ্গিবাদবিরোধী ঐক্য গড়ে তুলে এদেশ থেকে চিরতরে নির্মূল করতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসিন, করিম শিকদার, মঞ্জুর আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
এএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।