ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

রাজনীতি

সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শোককে শক্তিতে রূপান্তরিত করে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলা হিন্দু  বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের আয়োজনে  জন্মাষ্টমীর শোভাযাত্রা শেষে আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

উপজেলার কেন্দ্রীয় কালী মন্দির চত্ত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

শাহরিয়ার আলম বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরাধীন বাংলাদেশকে পাকিস্তানির হাত থেকে রক্ষা করতে ঐক্যের ডাক দিয়েছিলেন। সেই দিন সাড়ে সাতকোটি বাঙালি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। আর আজ সেই মহান স্থপতির সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক দিয়েছেন সন্ত্রাসী, জঙ্গি হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। বাংলার জনগণও আজ তার ডাকেও সাড়া দিয়েছেন।

২১ আগস্ট সেই ভয়াবহ গ্রেনেড হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, আজ বিএনপি-জামায়াত গণতন্ত্রের কথা বলে মায়া কান্নায় কাঁদছে। অথচ ২০০১ সালে যখন আওয়ামী লীগকে সভা করতে দেওয়া হতো না, মিছিল করতে দেওয়া হতো না, সেই দিন গণতন্ত্র কোথায় ছিল? প্রশ্ন রাখেন তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নিজের জন্য রাজনীতি করেন না, তিনি রাজনীতি করেন এ দেশের ১৬ কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। আজ রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা, স্বাস্থ্য সব খানেই বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া লেগেছে।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বার বার নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাত শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

রাজশাহী জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ব্রজহরি দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস সামাদ, উপজেলা আওয়া লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক একরামুল হকসহ আরও অনেকে।

পরে বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার এবং নৃ-গোষ্ঠি সদস্যদের মাঝে ভ্যান বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
এসএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।