ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে সাড়া নেই জামায়াতের হরতালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
ময়মনসিংহে সাড়া নেই জামায়াতের হরতালে

ময়মনসিংহ: মানবতাবিরোধী অপরাধে জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর ফাঁসির রায় আপিল বিভাগে বহাল থাকার প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালে সাড়া নেই ময়মনসিংহে।

বুধবার (৩১ আগস্ট) সকাল থেকে দূরপাল্লার যান ও ট্রেন চলাচল রয়েছে স্বাভাবিক।

রাস্তায় নামতে দেখা যায়নি কোনো জামায়ত-শিবিরকর্মীকে।

সকাল থেকেই নগরীর বিভিন্ন সড়কে রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার দাপট লক্ষ্যণীয়। অফিস-আদালত, ব্যাংক-বিমা, দোকান-পাটও খোলা রয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট হরিগোপাল সেন বাংলানিউজকে জানান, শিডিউল অনুযায়ী সব ট্রেন নির্ধারিত সময়েই গন্তব্যে ছেড়ে গেছে। হরতালে রেল চলাচলে কোনো বিঘ্নতা সৃষ্টি হয়নি।

হরতালের সমর্থনে আগের রাতে মিছিলের চেষ্টার সময় দুই শিবিরকর্মী আটক হলেও হরতালের দিন কোনো পিকেটারকে দেখা যায়নি।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নূরে আলম বাংলানিউজকে জানান, হরতালে ন্যূনতম প্রভাব নেই জনজীবনে। তবে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সতর্ক অবস্থায়।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
এমএএএম/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।