ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে নাশকতার মামলায় বিএনপি নেতাদের জামিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
নারায়ণগঞ্জে নাশকতার মামলায় বিএনপি নেতাদের জামিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে নাশকতার মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের চার নেতা জামিন পেয়েছেন।
 
এরা হলেন, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, জেলা গার্মেন্টস শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি নূর মোহাম্মদ ও মহানগর মৎসজীবী দলের সভাপতি জাহাঙ্গীর আলম রতন।

বুধবার (০৭ সেপ্টেম্বর) সকালে বিএনপির নেতারা নারায়ণগঞ্জ জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের জামিন মঞ্জুর করেন।
 
বিএনপির নেতাদের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, অ্যাডভোকেট বোরহান উদ্দিন সরকার, অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা ও অ্যাডভোকেট রাকিবুল হাসান শিমুলসহ শতাধিক আইনজীবী।
 
এ সময় উপস্থিত ছিলেন ২০দলীয় জোট নেতা সাঈদ আহাম্মদ, নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, জেলা কৃষক দলের সহ-সভাপতি আবুল হাসান, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর মৎসজীবী দলের সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, যুবদল নেতা মঞ্জুরুল আলম মুসা ও নুরুজ্জামান প্রমুখ ।  

হরতাল-অবরোধসহ বিভিন্ন সময় নাশকতার দায়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের এ মামলা দায়ের করেছিল।  

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।