খুলনা: খুলনা জেলা বিএনপির পক্ষ থেকে খুলনা-যশোর অঞ্চলে জলাবদ্ধতার শিকার দূর্গত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টায় যশোরের কেশবপুর উপজেলার সদর ও মঙ্গলকোট ইউনিয়নের বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, এ অঞ্চলের মানুষ সীমাহীন দুর্ভোগ-দুর্দশার মধ্যদিযে দিন কাটাচ্ছে। অর্ধাহারে-অনাহারে মানবেতর জীবন কাটছে তাদের। ফসল ও মাছের ঘের ভেসে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ তারা। রোগে শোকে জর্জরিত শিশুরা। তাদের ঘরে ঈদের কোনো আনন্দ নাই। সরকার উন্নয়নের গালভরা গল্প শোনালেও জলাবদ্ধতার শিকার মানুষের দুর্দশা লাঘবে কোনো পদক্ষেপ নেয়নি।
তিনি জানান, এসব স্থানে বিএনপির পক্ষ থেকে এক হাজার দূর্গত পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হবে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে পরিবার প্রতি ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি করে চিনি, লবন, সেমাই, ডাল, তেল এবং এক প্যাকেট মশার কয়েল। রোববার (১১ সেপ্টেম্বর) পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে ত্রাণ কার্যক্রম চালাবে বিএনপি।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, সাবেক এমপি অধ্যাপক ডা. গাজী আব্দুল হক, কেশবপুর পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির এজাজ খান, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর, বিএনপি নেতা শেখ আব্দুর রশিদ, জুলফিকার আলী জুলু, আবু হোসেন বাবু, মোল্লা খায়রুল ইসলাম, মনিরুল হাসান বাপ্পী, জি এম কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, ডা. আব্দুল মজিদ, হাসনাত রিজভী মার্শাল, মোশারফ হোসেন মফিজ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
এমআরএম/বিএস