ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীর প্রতি গণতন্ত্রকে প্রাণবন্ত করার অনুরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
প্রধানমন্ত্রীর প্রতি গণতন্ত্রকে প্রাণবন্ত করার অনুরোধ

ঢাকা: প্রধানমন্ত্রীকে বি‌ভিন্ন রাজনৈ‌তিক দলের সাথে আলোচনা করে গণতন্ত্রকে প্রাণবন্ত করতে অনুরোধ করেছেন ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভি‌সি) প্রফেসর ড. এমাজ উ‌দ্দিন আহমেদ।

‌সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সাংবা‌দিক আতাউস সামাদের ৪র্থ  মৃত্যুবা‌র্ষিকী উপলক্ষে আয়ো‌জিত স্মরণসভায় এ অনুরোধ জানান তিনি।

ইয়ুথ ফোরাম এ স্মরণসভার আয়োজন করে।

প্রফেসর এমাজ উ‌দ্দিন বলেন, রাজনৈ‌তিক দলগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস স্থাপন করতে হ‌বে। স‌মঝোতা ও আলোচনার প‌রিবেশ তৈরি করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন, বিএন‌পির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা মিজানুর রহমান, সভাপ‌তি সাইদুর রহমান, স্বাধীনতা ফোরামের সভাপ‌তি ও বিএন‌পির নির্বা‌হী ক‌মি‌টির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, ছাত্রদলের সাবেক নেতা ও ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
এসএ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।