ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

রাজনীতি

‘ফলো শেখ হাসিনা, ফলো বাংলাদেশ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
‘ফলো শেখ হাসিনা, ফলো বাংলাদেশ’

ঢাকা: রেলমন্ত্রী মো. মুজিবুল হক জানিয়েছেন, অর্থনীতি, প্রযুক্তিসহ সব ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর এ কারণে বিশ্ব নেতারা এখন বলছেন, ‘ফলো শেখ হাসিনা, ফলো বাংলাদেশ’।

রাজধানীর শিল্পকলা একাডেমিতে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, পৃথিবীর কোথাও জঙ্গিদের জায়গা নেই। বিএনপির সময় জঙ্গিবাদের উত্থান হয়েছে। আওয়ামী লীগের সময় এসে জঙ্গিবাদের নির্মূল হয়েছে।

অর্থনীতি, প্রযুক্তিসহ সব ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মুজিবুল হক আরও বলেন, আর এ কারণে বিশ্ব নেতারা এখন বলছেন, ‘ফলো শেখ হাসিনা, ফলো বাংলাদেশ’। এ সফলতা কেবলমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ভূমিকার কারণে। শেখ হাসিনা না থাকলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব হতো না।

তিনি বলেন, বঙ্গবন্ধুর নিহতের পর আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য হয়ে পড়েছিলো। তখন খুনিরা বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করা যাবে না বলে কালো আইন প্রনয়ণ করেছিলো। ২১ বছর জনগণ কেবল বিচার চেয়েছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিচার শুরু হয়। পরে ১২ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এখন পলাতক খুনিদের ফিরিয়ে এনে রায় অনতিবিলম্বে কার্যকর করা হবে।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
ইউএম/জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।