ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হান্নান শাহ'র দ্বিতীয় জানাজা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হান্নান শাহ'র দ্বিতীয় জানাজা ছবি: বাদল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সদ্যপ্রয়াত বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ'র দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় এ জানাজা অনুষ্ঠিত হয়।



জানাজা শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো.  ফজলে রাব্বী মিয়া, জাতীয় জাতীয় সংসদের পক্ষে প্রধান হুইপ আ স ম ফিরোজ, বিরোধীদলীয় নেতার পক্ষে বিরোধীদলীয় হুইপ নুরুল ইসলাম ওমর।  
 
জানাজায় অংশ নেন- আওয়ামী লীগ সংসদ সদস্য ও হুইপ শহীদুজ্জামান সরকার, সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সংসদ সদস্য মো. জয়নাল আবেদিন ফারুক, মেজর  জেনারেল মাহবুবুর রহমান, মেজর হাফিজ উদ্দিন (বীর বিক্রম), মো. নাজিমুদ্দিন আলম, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, শাহ জাফর, আলমগীর কবীরসহ দলীয় নেতারা। এছাড়া সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিরা জানাজায় শরীক হন।

বিএনপি চেয়ারপারসনের পক্ষে মেজর (অব.) হাফিজ উদ্দিন, শামসুজ্জামান দুদুসহ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও দলীয় নেতারা আ স ম হান্নান শাহ’র মরদেহে ফুল দেন। জানাজায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোরে সিঙ্গাপুরের র্যাফেলস্ হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হান্নান শাহ হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুইপুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
**হান্নান শাহ’র প্রথম জানাজা অনুষ্ঠিত

বাংলা‌দেশ সময়: ১১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬, আপডেট: ১৪০০ ঘণ্টা
এসএম/বিএস/এসএনএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।