ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে রাজপথে মানুষের ঢল

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে রাজপথে মানুষের ঢল ছবি: জি এম মুজিবুর

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দিতে ঢাকার রাজপথে হাজার-হাজার মানুষের ঢল নেমেছে।

প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সড়কের দুই পাশে দাঁড়িয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরদের সঙ্গে সাধারণ মানুষও শেখ হাসিনাকে গণসংবর্ধনা জানান।

এরআগে শেখ হাসিনা শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি (ফ্লাইট নং- ইকে ৫৮৬)। এরপর গণভবনের উদ্দেশে তিনি রওয়ানা দেন।

এ সময় সড়কের দুইপাশের মানুষ করতালি ও বিভিন্ন স্লোগানে মুখরিত হয়। যুক্তরাজ্য, কানাডা ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন শেখ হাসিনা।

কানাডায় গ্লোবাল ফান্ড এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৪ সেপ্টেম্বর ঢাকা ছেড়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬

এসজে/এসকে/আরএইচএস/এমএম/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।