ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শহর শাখার উদ্যোগে মতবিনিময় সভা করা হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শহরের জলেশ্বরীতলা প্রি-ক্যাডেট স্কুল মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।



শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম বাপ্পীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় বক্তব্য রাখেন- শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক লুৎফুল বারী বাবু, শহর শাখার যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবুল, নাসিমুল বারী নাসিম, শহর শাখার নেতা শহিদ হোসেন পাশা, লুৎফর রহমান মিন্টু, এনামুল হক তুষার, মহিদুল হাসান পলাশ, মিসবাউল আলম, আতিয়ার হোসেন রনন, শাপু প্রাং, রায়হান শেখ, প্রসেনজিৎ রায়, আমিনুল ইসলাম, এস.এম আকাশ, মোহন শেখ, হোসেন শেখ, রিপন প্রাং, রুবেল আহমেদ, রওশন আলী, হারুন অর রশিদ হেলাল, শাহাদৎ হোসেন, জাহাঙ্গীর আলম, আতিক হাসান মানিক, শ্রী উজ্জল, ফারুক হোসেন, রিফাত হাসান, কনক সরকার, আল-আমিন, বিশাল হোসেন প্রমুখ।
 
সভায় শহর কমিটির সব সদস্য ও বগুড়া শহর শাখার আওতাধীন ২১টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন। সভায় আগামী দিনে শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।
 
এছাড়া মতবিনিময় সভা থেকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন সবুজের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি সভা থেকে দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রমে অনুপস্থিতির কারণে শহর স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতা-কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
 
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
এমবিএইচ/আরআইএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।