ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় ছাত্রলীগকর্মী নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
বগুড়ায় ছাত্রলীগকর্মী নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ৩

বগুড়া: বগুড়া সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবনে সন্ত্রাসী হামলায় নিহত ছাত্রলীগকর্মী ইব্রাহিম হোসেন সবুজ নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিহতের চাচা হারুনুর রশীদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (১অক্টোবর) ভোরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতাররা হলেন- শাহ আলম, নয়ন মিয়া ও সুনীল দাস।

দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।    
 
এর আগে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সন্ত্রাসী হামলায় নিহত হন সরকারি আজিজুল হক কলেজ বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছাত্রলীগকর্মী ইব্রাহিম হোসেন সবুজ। তিনি কাহালু উপজেলার লাহাড়াপাড়ার সাইফুল ইসলামের ছেলে।
 
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
এমবিএইচ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।