ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় যুবদলের প্রতিবাদ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৬
বগুড়ায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ছবি: রানা- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও সব মামলা প্রত্যাহারের দাবিতে বগুড়ায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ হয়েছে।

 

রোববার (০২ অক্টোবর) বিকেলে শহরের নবাববাড়ী রোড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশের আয়োজন করা হয়।


 
জেলা যুবদলের সভাপতি ও কাউন্সিলর সিপার আল বখতিয়ারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সমাবেশে যুবদল নেতা আব্দুল বারি, এসএম আলাল মোলা, শাহনেওয়াজ সাজন, সবুজ দেওয়ান, শহর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম ফুয়াদ, সদর থানা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন সান্টু, আদিল শাহরিয়ার গোর্কি, শাজাহানপুর থানা যুবদলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী রিপন, আকতারুজ্জামান লিটন, মোয়াজ্জেম হোসেন হিটলু, আবু তালেব জালাল, শহর যুবদল নেতা মনোয়ার হোসেন হিরা, ফারুক হোসেন, সুরুজ্জামান সুরুজ, শামীম, আলতাব হোসেন, আব্দুল জলিল, শাকিল ইসলাম তনি, ফয়সাল, আব্দুল হান্নান, আব্দুল মান্নান, মিল্টন, সুনাম, জাহিদ, বাহাদুর, সিহাব, চেরু, রনি, পাশা, বাপ্প্য, খলিল, রানা,বাবু, মুন্না প্রমুখ বক্তব্য রাখেন।
 
সভাপতির বক্তব্যে সিপার আল বখতিয়ার বলেন, দেশে এখন কোনো সুষ্ঠু রাজনীতি নেই। গণতন্ত্র নেই। সাধারণ মানুষের বাক স্বাধীনতা নেই। সরকার ক্ষমতায় টিকে থাকতে বাকশালী কায়দায় তারেক রহমানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে।
 
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৬
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।