ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে নাশকতা মামলায় জামায়াতের ৫ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
ঝিনাইদহে নাশকতা মামলায় জামায়াতের ৫ নেতাকর্মী গ্রেফতার

ঝিনাইদহ: ঝিনাইদহে নাশকতা মামলায় জামায়াতের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ অক্টোবর) রাত থেকে বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল পর্যন্ত কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-কোটচাঁদপুর উপজেলার কবিরখালী গ্রামের উসমান গনি (৬০), কোটচাঁদপুর বাজারপাড়া এলাকার মৃত মঈদুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৪০) , জালালপুর গ্রামের শাহ আলম (৪৯) একই গ্রামের মুরাদ আলীর ছেলে শমসের আলী (৩৪) ও ধোপাবিলা গ্রামের দরবেশ আলীর ছেলে হাসানুজ্জামান (৩৮)।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর থানা পুলিশ দোড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের ৩ রোকন ও ২ সদস্যকে গ্রেফতার করে।
তাদের বিরুদ্ধে থানায় বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।