ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বড় পর্দায় বাংলাদেশের উন্নয়ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
 বড় পর্দায় বাংলাদেশের উন্নয়ন ছবি: জি এম মুজিবর -বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে স্থানে বড় পর্দায় প্রদর্শিত হচ্ছে বিগত কয়েক বছরে দেশের উন্নয়নের নানা খণ্ডচিত্র।

 

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলন উপলক্ষে দলের পক্ষ থেকে এসব বড় পর্দায় স্থাপন করা হয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (২২ অক্টোবর) থেকে শুরু হয়েছে দু’দিনব্যাপী এ সম্মেলন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের বিভিন্ন খণ্ডচিত্রসহ বিগত দুই মেয়াদে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখতে ভিড় জমিয়েছেন উৎসুক মানুষ। বিশেষ করে ঢাকার বাইরে থেকে সম্মেলনে যোগ দিতে আসা মানুষ আগ্রহ নিয়ে দেখছেন স্বাস্থ্য,  শিক্ষাসহ নানা খাতে বাংলাদেশের অগ্রগতির এসব খণ্ডচিত্র।

বিদেশ নীতি, খেলাধুলা নানা ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের অগ্রগতিও তুলে ধরেছে বড় বড় এলইডি প্রজেক্টরগুলো।
নাটোরের লালপুর থেকে আসা ফিরোজ আলী বেশ কিছুক্ষণ ধরে বিস্ময় নিয়ে তাকিয়ে ছিলেন শাহবাগে লাগানো বড় পর্দার দিকে। তিনি বলেন, ‘হাসিনা সরকার কত্ত কি করছে, তার নমিনা দেখতেছি। মন ভরে গেছে, এটা দেখে। সকালে যেমন মনটা ভরেছিল প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে’।
 
আলো ঝলমলে হাতিরঝিলের ছবি দেখে সেখানে ঘুরতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন ফিরোজের সঙ্গী সরকার আলাউদ্দিন আহমেদ।

তিনি বাংলানিউজকে বলেন, ‘টিভিতে হাতিরঝিল উদ্বোধনের ছবি দেখেছিলাম। তখন থেকেই এটা দেখার ইচ্ছে ছিল। ক্যামেরা এনেছি। ছবি তুলবো সেখানে গিয়ে। সত্যি শুধু ঢাকা নয়, পুরো দেশকে বদলে দিয়েছেন শেখ হাসিনা। তাই তো প্রিয় নেত্রীকে দেখতে ছুটে এসেছি’।

কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা সংলগ্ন এলইডি স্ক্রিনের সামনে অবশ্য শাহবাগের মতো ভিড় নেই। তবে রাস্তা দিয়ে চলাচলের সময় গতি থামিয়ে দেখে নিচ্ছেন কেউ কেউ।

তবে প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি দেখানোর সময় এ পর্দার  সামনে ভিড় দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
জেপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।