ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগের কাউন্সিল সুষ্ঠু হয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
আওয়ামী লীগের কাউন্সিল সুষ্ঠু হয়েছে

ঢাকা: আওয়ামী লীগের কাউন্সিল সুষ্ঠু হয়েছে মন্তব্য করে দলটিকে সাধুবাদ জানিয়েছেন অধ্যাপক এমাজউদ্দিন আহমদ।

বুধবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সাধুবাদ জানান তিনি।

সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করা হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এ উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কাউন্সিল সুষ্ঠু হয়েছে। এমন কাউন্সিলের জন্য অবশ্যই তাদের সাধুবাদ জানাই।  

২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরিত হবে বাংলাদেশ, প্রধানমন্ত্রীর এ বক্তব্যকে সাধুবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ উপাচার্য বলেন, তবে উন্নত দেশগুলো যেভাবে পরিচালনা করা হচ্ছে আমাদেরও সেভাবে করতে হবে। দেশে গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনতে হবে।  

অন্যদিকে, একদিনের নোটিশে নির্বাচন হলেও বিএনপি ৩শ’ আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, সরকার যদি আগামীকাল নির্বাচন দেয় তাহলেও আমরা তিনশ’ আসনে প্রার্থী দিতে পারবো। সুষ্ঠু নির্বাচন হলে জয় বিএনপিরই হবে। আওয়ামী লীগ দুই মাস ধরে ঢাকঢোল পিটিয়ে কাউন্সিল করেও পাঁচ হাজার মানুষ আনতে পারেনি। আর আমাদের ৪৮ ঘণ্টা সময়ে কাউন্সিল করা হয়েছিলো, যেখানে লাখ লাখ মানুষ এসেছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
ইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।