ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফুলবাড়ীয়ায় ইউপি নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের আভাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
ফুলবাড়ীয়ায় ইউপি নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের আভাস

ময়মনসিংহ: ময়মসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আট নম্বর রাঙ্গামাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন সোমবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

 

এ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করছেন চার প্রার্থী।

তবে ভোটে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া গেছে।

উপজেলা রির্টানিং অফিসার ও স্থানীয় নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বাংলানিউজকে বলেন, এ নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৮শ ২৯। সকাল ৮টা থেকে ৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট চলবে। তবে এসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

শনিবার (৩০ অক্টোবর) রাত ১২টা থেকে এ নির্বাচনের প্রচার-প্রচারণা বন্ধ হয়ে গেছে।

চতুর্থধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে এখানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন হ র ম শহিদুজ্জামান আকন্দ হবি মাস্টার। নির্বাচিত হওয়ার একমাস পর তিনি মারা যান। ফলে ওই ইউনিয়নে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।

এ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের সালিনা চৌধুরী সুষমা (নৌকা), জাতীয় পার্টির বারিকুল ইসলাম স্বপন তালুকদার (লাঙ্গল), ইসলামী আন্দোলনের মো. শামিম (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান সিরাজ সাজু (আনারস)।

স্থানীয়রা জানায়, ভোটের মাঠে সালিনা চৌধুরী সুষমা নতুন মুখ। কিন্তু তার শ্বশুর প্রয়াত ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান আকন্দ হবি মাস্টার এবং স্বামী আন্তর্জাতিক গণমাধ্যম অ্যাসোসিয়েট প্রেস (এপি) বাংলাদেশ ব্যুরো প্রধান জুলহাস আলম রিপনের পরিচ্ছন্ন ভাবমূর্তি ও পারিবারিক ঐতিহ্য তাকে ভোটের মাঠে অন্যদের চেয়ে এগিয়ে রাখছে।

তবে আওয়ামী লীগ প্রার্থীর মূল লড়াই হবে জাতীয় পার্টির প্রার্থী বারিকুল ইসলাম স্বপন তালুকদারের সঙ্গে।

এদিকে, উপজেলার তিন নম্বর কুশমাইল ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড ও ১৩ নম্বর ভবানীপুর ইউনিয়নের এক নম্বর ওয়াডের্র স্থগিত ভোট কেন্দ্রের ভোটগ্রহণও অনুষ্ঠিত হবে সোমবার (৩১ অক্টোবর)। এ কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৪শ ৬০ জন।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘন্টা, অক্টোবর ৩০, ২০১৬
জিপি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।