ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঠাকুরগাঁওয়ের নারগুন ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
ঠাকুরগাঁওয়ের নারগুন ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর জয়

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি প্রার্থী পয়গাম আলী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্থগিত কেন্দ্র নারগুন ইউনিয়নের এম হাট খোঁচাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়।

এরপর গণনা শেষে বেসরকারিভাবে বিএনপির পয়গাম আলীকে বিজয়ী ঘোষণা করা হয়।  

ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৮০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সেরেকুল ইসলাম (প্রতীক: নৌকা) পেয়েছেন ৫০৪ ভোট।  
এর আগে ২৮ মে পঞ্চম দফা নির্বাচনে পয়গাম আলী আটটি কেন্দ্রে ভোট পেয়েছিলেন চার হাজার ৯৪৩টি এবং সেরেকুল ইসলাম পেয়েছিলেন পাঁচ হাজার ১৮ ভোট । আগের আট কেন্দ্র ও সোমবারের স্থগিত কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে পাওয়া ভোট মিলে পয়গম আলী পেয়েছেন পাঁচ হাজার ৭৫০ ভোট। আর নয় কেন্দ্র মিলে সেরেকুল ইসলাম পেয়েছেন পাঁচ হাজার ৫২২ ভোট।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।