ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ. লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হলেন হারুনুর রশীদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
আ. লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হলেন হারুনুর রশীদ

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে হারুনুর রশীদকে।

 

বুধবার (০২ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত দলের ২০তম জাতীয় সম্মেলন প্রদত্ত ক্ষমতাবলে হারুনুর রশীদকে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে মনোনয়ন প্রদান করেছেন’।

এ নিয়ে আওয়ামী লীগের ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ৭৫টি পদে নির্বাচিতদের নাম ঘোষিত হলো। এখনও ফাঁকা থাকা ৬টি পদের মধ্যে রয়েছে তিনটি সভাপতিমণ্ডলীর সদস্য, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপ-দফতর সম্পাদক।  

গত ২৩ অক্টোবর শেষ হওয়া ২০তম জাতীয় সম্মেলনে শেখ হাসিনা সভাপতি ও  ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আর সভাপতি শেখ হাসিনা ১৪ জন সভাপতিমণ্ডলীর সদস্য, কোষাধ্যক্ষ ও চারজন যুগ্ম সাধারণ সম্পাদকসহ আরও ১৯ জনকে নির্বাচিত করেন।

২৫ অক্টোবর দলের ধানমণ্ডির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণা করেন সম্পাদকমণ্ডলীর আরও ২২ সদস্যের নাম।

২৯ অক্টোবর বিজ্ঞপ্তিতে ২৮ জন কার্যনির্বাহী সদস্য, দু’জন সম্পাদক ও একজন উপ-সম্পাদক, ৪২ সদস্যের উপদেষ্টামণ্ডলীর মধ্যে ৩৮ জন, সংসদীয় বোর্ডের ১১ সদস্য  এবং স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের ১৯ সদস্যের নামের তালিকা প্রকাশিত হয়। এখনও ফাঁকা রয়েছে ০৪টি উপদেষ্টামণ্ডলীর সদস্যের পদ।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এমইউএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।