ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

রাজনীতি

নাসিরনগরের ঘটনায় আ’লীগের ৩ নেতা সাময়িক বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
নাসিরনগরের ঘটনায় আ’লীগের ৩ নেতা সাময়িক বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ গণমাধ্যমে আসায় আওয়ামী লীগের তিন নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

এরা হলেন-উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক আবুল হাসেম, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমেদ ও চাপৈরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে জেলা শাখা।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার শুক্রবার (৪ নভেম্বর) রাতে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. হেলালউদ্দিনকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।