ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

রাজনীতি

পুলিশ বেষ্টনীতে বিপ্লব ও সংহতি দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
পুলিশ বেষ্টনীতে বিপ্লব ও সংহতি দিবস পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীতে পুলিশ বেষ্টনীতে ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালন করেছে মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠন।

সোমবার (০৭ নভেম্বর) সকালে মহানগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে ভুবন মোহনপার্ক শহীদ মিনারে কর্মসূচি পালন করতে চান নেতাকর্মীরা।

তবে এতে বাধা দেয় পুলিশ। পরে দলীয় কার্যালয়ের নিচে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির অনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু।
 
পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন মিজানুর রহমান মিনু এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
   
পরে দেশ ও জাতির মঙ্গল কামনা ও প্রায়ত রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে মহানগর বিএনপি। এছাড়া সকাল থেকে প্রতিটি ওয়ার্ডে মাইকে জিয়াউর রহমানের বিভিন্ন সময়কার ভাষণ প্রচার করা হচ্ছে।    

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এসএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।