ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক কারাগারে

নড়াইল: নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিকদারকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে নড়াইল সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদ এ  আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১০ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে নড়াইল শহরের রূপগঞ্জে ঢাকাগামী ঈগল পরিবহনের যাত্রীবাহী বাসে এবং ওইদিন গভীররাতে নড়াইল-যশোর সড়কের দুর্বাজুড়িতে পণ্যবাহী একটি ট্রাকে আগুন দেওয়ার অভিযোগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিকদারসহ বিএনপির ১৬ নেতার নামে সদর থানায় মামলা দায়ের করে পুলিশ।

এ দু’টি নাশকতার মামলায় সোমবার আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।