মঙ্গলবার ( ২৮ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আদালতকে ধন্যবাদ জানান তিনি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘একুশের চেতনা ও গণতান্ত্রিক সংস্কৃতি’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, ‘গ্যাসের মূল বাড়ানোর কোনো কারণ নেই। দ্বিতীয় দফা গ্যাসের দাম বৃদ্ধি স্থগিতে আদালতকে ধন্যবাদ জানাচ্ছি। তবে প্রথম দফা বৃদ্ধিতে জনগণের পকেট থেকে টাকা দিতে হবে’।
জাসাসের সভাপতি ড. মামুন আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাজহারুল ইসলাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাসাসের সাধারণ সম্পাদক হেলাল খান, বিএনপি নেতা ইমরান সালেহ প্রিন্স প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
জেডএফ/এএটি/এএসআর