ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সুনামগঞ্জ-২ আসনে জয়া সেনসহ ৫ জনের মনোনয়নপত্র জমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
সুনামগঞ্জ-২ আসনে জয়া সেনসহ ৫ জনের মনোনয়নপত্র জমা মনোনয়নপত্র জমা দিচ্ছেন ড. জয়া সেনগুপ্ত

সুনামগঞ্জ: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী ড. জয়া সেন গুপ্ত, জাপার (এরশাদ) প্রার্থী শেখ মোহাম্মদ জাহির আলী, জাসদ (আম্বিয়া) সমর্থিত প্রার্থী সালেহীন চৌধুরী শুভ, স্বতন্ত্র প্রার্থী ছায়িদ আলী মাহবুব হোসেন, জাসদ (ইনু) সমর্থক আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (০২ মার্চ) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে বিকেল ৩টা পর্যন্ত জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এস এম আজহারুল হকের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এদিকে, বিকেল পৌনে ৪টার দিকে দিরাই উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে হাফিজুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন ড. জয়া সেন গুপ্ত।

ড. জয়া সেন গুপ্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সুরঞ্জিত সেন গুপ্তের দিরাইয়ের বাসভবনে (উপজেলা আওয়ামী লীগের কার্যালয়) সহস্রাধিক নেতাকর্মী সমবেত হন। পরে দলীয় নেতা মুহিবুর রহমান মানিক এমপি, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, কৃষক লীগের কেন্দ্রীয় মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহরিয়ার প্রমুখ নেতৃবৃন্দ জয়া সেন গুপ্তকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

৩০ মার্চ দিরাই-শাল্লা উপ-নির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য করে প্রয়াত সংবিধান প্রণেতা সুরঞ্জিত সেন গুপ্তের আসনের (সুনামগঞ্জ-২) উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ মার্চ, যাচাই-বাছাই ৫ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ এবং ভোটগ্রহণ হবে ৩০ মার্চ। নির্বাচনে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

নির্বাচনে মোট ভোটার রয়েছে ২ লাখ ৪৬ হাজার ৪৩১ জন।
দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে সুনামগঞ্জ-২ আসনের ১৩টি ইউনিয়নের ১১০টি ভোটকেন্দ্রের ৫০২টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে।
৫ ফেব্রুয়ারি সুরঞ্জিত সেন গুপ্তের জীবনাবসান হওয়ায় আসনটি শূন্য হয়।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ০২ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।