শুক্রবার (০৩ মার্চ) সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
শুক্রবার দুপুরে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
খালেদা জিয়া বলেন, “মরহুম কাজী আনোয়ার হোসেন নিজ এলাকায় একজন জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে অত্যন্ত সুপরিচিত ছিলেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শের বলিষ্ঠ অনুসারী মরহুম কাজী আনোয়ার হোসেন এলাকার বিএনপি নেতাকর্মী ও জনগণের মধ্যে ছিলেন অত্যন্ত সমাদৃত। জনপ্রতিনিধি হিসেবে জনকল্যানমূলক কাজে তিনি যে অবদান রেখেছেন সেকারণে এলাকাবাসী তাকে বারবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছে। বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শণই ছিল তার রাজনীতি ও কর্মকাণ্ডের মূল প্রেরণা।
তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী স্বভাবের একজন মানুষ। বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে মরহুম আনোয়ার হোসেন তার রাজনৈতিক জীবনে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে গেছেন।
অপর এক শোকবার্তায় আনোয়ার হোসেনের মৃত্যুতে শোক প্রকাশে করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি আনোয়ার হোসেনের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
বিএস