ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেরপুরে ৭ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
শেরপুরে ৭ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন সোমবার

বগুড়া: বগুড়ার শেরপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার (৬ মার্চ)।

ওইদিন শহরের টাউন কলোনি এ জে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরই মধ্যে ভোটগ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


 
নির্বাচনে প্রয়াত কাউন্সিলর এ বি এম মোস্তাফিজুর রহমান মোস্তাকের ছোট ভাই বিএনপি সমর্থিত প্রার্থী ছাত্রদল নেতা মো. জাকারিয়া মাসুদ টেবিল ল্যাম্প ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছাত্রলীগ নেতা রেজাউল হক ফাহিম উটপাখি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
রোববার (০৫ মার্চ) উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ নির্বাচনে মোট দুই হাজার ৬৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে পুরুষ ভোটার এক হাজার ৩০৬ জন ও এক হাজার ৩৭১ জন নারী ভোটার।
 
প্রিজাইডিং ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম বাংলানিউজকে জানান, মোট আটটি বুথে ২৬ জন কর্মকর্তা ভোটগ্রহণের কাজে নিয়োজিত থাকবেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব, পুলিশসহ অর্ধশতাধিক আনসার ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া ভোটকেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও থাকবেন।
 
২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে শেরপুর পৌরসভা সাত নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে এ বি এম মোস্তাফিজুর রহমান মোস্তাক বিজয়ী হন। ২০১৬ সালের ২৬ জুন তার মৃত্যু হয়। পরে এ ওয়ার্ডটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।
 
০১ ফেব্রুয়ারি উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি দুই প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। পরদিন ১৫ ফেব্রুয়ারি যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হয় প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থীর মধ্যে। এরপর থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা চালান তারা।
 
বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এমবিএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।