ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৩ পার্বত্য জেলায় শান্তিপূর্ণ হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
৩ পার্বত্য জেলায় শান্তিপূর্ণ হরতাল ৩ পার্বত্য জেলায় শান্তিপূর্ণ হরতাল

রাঙামাটি: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চাকরিতে জনসংখ্যানুপাতে কোটা সংরক্ষণের দাবিতে তিন পার্বত্য জেলায় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।

হরতালের কারণে সোমবার (৬ মার্চ) সকাল থেকে দূর-পাল্লা ও আভ্যন্তরীণ যানবাহন এবং নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। শহরের অধিকাংশ দোকান পাট খোলেনি।

যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের।

হরতালের সমর্থনে শহরের বিভিন্ন স্থানে পিকেটিং করছে বাঙালি ছাত্র পরিষদের নেতাকর্মীরা। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া না গেলেও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ০৬ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।