ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগ মানুষকে বিভ্রান্ত করছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
আওয়ামী লীগ মানুষকে বিভ্রান্ত করছে

ঢাকা: আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারেক রহমানের ১১তম কারাবন্দি দিবস উপলক্ষে সোমবার (০৬ মার্চ) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আলোচনা সভার আয়োজন করে।

সভায় মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা মুখে গণতন্ত্রের কথা বললেও, ক্ষমতায় গিয়ে যা ইচ্ছা তাই করছে। এমনকি গণতন্ত্রের কথা বলে মানুষকে বিভান্ত্রও করছে।

আজ দেশের কোথাও গণতন্ত্র নেই। কারণ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা মানুষের অধিকার হরণে বিশ্বাসী। এ কারণেই, জনগণের অধিকার দুমড়েমুচড়ে ফেলছে তারা।

তিনি আরও বলেন, দেশের মানুষ কখনো অন্যায় মেনে নেয়নি। তাই, এ সরকারের অন্যায় সাময়িকভাবে মেনে নিলেও, স্থায়ীভাবে নিবে না। এজন্য তরুণ প্রজন্মকে জেগে উঠতে হবে, থেমে থাকলে চলবে না। জাতিকে রক্ষার দায়িত্ব তরুণ প্রজন্মকেই নিতে হবে।

নির্বাচনে না গেলে বিএনপির নিবন্ধন বাতিল হয়ে যাবে আওয়ামী লীগ নেতাদের দেওয়া বক্তব্যের জবাবে তিনি বলেন, এটা আওয়ামী লীগের ষড়যন্ত্র। দেশে আইন আছে, কিন্তু নির্বাচনে অংশ না নিলে নিবন্ধন বাতিল হবে এটা কোন আইন? যে আইন মানুষের কল্যাণে আসে না তা কখনো আইন হতে পারে না। কেননা আইন করা হয় শান্তির জন্য, কিন্তু বর্তমান সরকার আইন করছে বিএনপিকে ধ্বংস করার জন্যে, সে আশা তাদের কখনো পূরণ হবে না।

বাংলাদেশ ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, বিএনপি নেতা শওকত মাহমুদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম টিটু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এসজে/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।