মঙ্গলবার (০৭ মার্চ) দুপুরে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী, সুন্দরবন ও ফাজিলপুর ইউনিয়নে পৃথক কয়েকটি স্থানে গণসংযোগ ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শফিউল আলম প্রধান বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা ও গণতন্ত্র এসেছে।
এসময় উপস্থিত ছিলেন, জাগপা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রকিব উদ্দীন চৌধুরী মুন্না, জেলা জাগপার সভাপতি অ্যাডভোকেট মো. নুরুন নবী, সাধারণ সম্পাদক মো. শাহজাহান খোকন, চেহেলগাজী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. আনিসুর রহমান বাদশা, ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, জেলা জাগপার যুগ্ম সম্পাদক মো. ইশতিয়াকুল আলম ও মহিলা জাগপার নেত্রী মোছা. শাহিনুর বেগম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
আরবি/আইএ