ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সমতা ও ন্যায়বিচারভিত্তিক উন্নয়নের দাবি জাসদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
সমতা ও ন্যায়বিচারভিত্তিক উন্নয়নের দাবি জাসদের সমতা ও ন্যায়বিচারভিত্তিক উন্নয়নের দাবিতে মানববন্ধন জাসদের- ছবি: আরিফ জাহান

বগুড়া: গণতন্ত্র, সমতা ও ন্যায়বিচারভিত্তিক উন্নয়ন প্রতিষ্ঠার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বগুড়া শাখা।

বৃহস্পতিবার (০৯ মার্চ) দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় ‘দাবি দিবস’ উপলক্ষে দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধনে এ দাবি জানানো হয়।

এতে জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য তুহিন চৌধুরী, অধ্যাপক গোলাম মোস্তফা ঠান্ডু, জেলা জাসদ নেতা দানা তালুকদার, দিপু তালুকদার, তাপস পাল, শ্যাম সুন্দর পাল ও তাপস কুমার পাল প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সমাজের ভারসাম্য ও শান্তি প্রতিষ্ঠায় গণতন্ত্র চর্চার কোনো বিকল্প নেই। গণতন্ত্রকে উপেক্ষা করে উন্নয়নের সুফল জনগণের ঘরে পৌঁছানো সম্ভব নয়।

সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠা ও ধনী-গরিবের বৈষম্য কমিয়ে একটি সুষম সমতাভিত্তিক বাংলাদেশ গড়ারও আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এমবিএইচ/এসআরএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।