বৃহস্পতিবার (০৯ মার্চ) দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় ‘দাবি দিবস’ উপলক্ষে দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধনে এ দাবি জানানো হয়।
এতে জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য তুহিন চৌধুরী, অধ্যাপক গোলাম মোস্তফা ঠান্ডু, জেলা জাসদ নেতা দানা তালুকদার, দিপু তালুকদার, তাপস পাল, শ্যাম সুন্দর পাল ও তাপস কুমার পাল প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সমাজের ভারসাম্য ও শান্তি প্রতিষ্ঠায় গণতন্ত্র চর্চার কোনো বিকল্প নেই। গণতন্ত্রকে উপেক্ষা করে উন্নয়নের সুফল জনগণের ঘরে পৌঁছানো সম্ভব নয়।
সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠা ও ধনী-গরিবের বৈষম্য কমিয়ে একটি সুষম সমতাভিত্তিক বাংলাদেশ গড়ারও আহ্বান জানান তারা।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এমবিএইচ/এসআরএস/টিআই