এ কারণে রাজনৈতিক সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশনের ৩৭তম কার্যদিবসে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা একথা বলেন।
রওশন এরশাদ বলেন, প্রত্যেক দেশে নির্বাচন হয় পলিটিক্যাল গভর্নমেন্টের মাধ্যমে। আমাদের দেশে নির্বাচন চাই কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে, কারণ আমরা একজন আরেকজনকে বিশ্বাস করি না। আমরা যদি একজন আরেকজনকে বিশ্বাস না করি জনগণ আমাদের বিশ্বাস করে ভোট দেবে কি করে?
তিনি বলেন, আগে দেখা গেছে যে দল যখন ক্ষমতায় আসে, তখন বিরোধীদল একটা না একটা কিছু সমস্যা সৃষ্টি করে এবং সরকারি দল তার পেছনে থাকে। এতে উন্নয়ন কাজে ব্যাঘাত ঘটায়। আর সরকারি দল বিরোধীদলকে দমাতে ব্যস্ত থাকে। এজন্য উন্নয়ন কাজে ব্যাঘাত হয়।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, জনগণের জন্য যতই গুরুত্বপূর্ণ বিষয় হোক না কেনো, কোনো সময় আমরা একমত পোষণ করি না। এটা আমাদের একটি পলিটিক্যালি বিশেষত্ব। এটা আমাদের ছাড়তে হবে। একে অপরের সঙ্গে বসে মিলেমিশে কথা বলতে হবে। জনগণের জন্য দেশের জন্য যেটা ভালো সেটাই করতে হবে।
জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধীদল বলায় রওশন বলেন, এখন অনেক আজে বাজে কথা বলা হচ্ছে। আমরা নাকি অনেক গৃহপালিত বিরোধীদল। তোমরা কি করেছো? তোমরাতো সংসদে যাওনি, জনগণের কথা বলনি। আমরা দেশের মানুষের জন্য কাজ করছি, সরকারের উন্নয়ন কাজে সহযোগিতা করছি সেজন্য তারা ভালোভাবে দেখছে না। প্রধানমন্ত্রী সারাক্ষণ দেশ নিয়ে ভাবছেন। আমরা মিলে মিশে থাকলে দেশতো এগিয়ে যাবেই।
তিনি বলেন, বাংলাদেশে প্রচুর খাদ্য উৎপাদিত হচ্ছে। মানুষ না খেয়ে নেই। কিন্তু শরীরের জন্য নিরাপদ, স্বাস্থ্যের জন্য নিরাপদ খাদ্য এখানে নেই। এটাই আমাদের বড় সমস্যা।
রওশন আরও বলেন, ৮টি বিভাগীয় শহরে হাইকোর্টের ৮টি বেঞ্চ করে দেন। তাহলে মামলার জন্য মানুষকে সময় অপচয় ও টাকা খরচ করে ঢাকায় আসতে হবে না। প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে ব্যবস্থা নেবেন। আমি প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেছি, প্রধান বিচারপতি বলেছেন প্রধানমন্ত্রী বললে তিনি এটা করে দিতে পারবেন। তাই প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো আপনি এটা করে দিন।
সাংবাদিকদের নবম ওয়েজবোর্ড গঠনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বিরোধীদলীয় নেতা বলেন, সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা বাড়লেও সাংবাদিকদের বেতন-ভাতা বাড়েনি। আপনি অনেক বেশি জনদরদি মা, আপনার কাছে অনুরোধ করবো সাংবাদিকদের নবম ওয়েজবোর্ড গঠনে উদ্যেগী হোন।
** রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় রেকর্ড গড়লো দশম সংসদ
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এসএম/এসকে/এএ