ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অপকৌশল করে সরকার বিএনপিকে ঠেকাতে পারবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
অপকৌশল করে সরকার বিএনপিকে ঠেকাতে পারবে না জাতীয়তাবাদী বন্ধু দল আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান/ছবি: শাকিল

ঢাকা: কোনো ধরনের অপচেষ্টা-অপকৌশল করে সরকার বিএনপিকে ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

শুক্রবার (১০ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে সহায়ক সরকারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু দল আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

নোমান বলেন, নির্বাচনে অংশগ্রহণের যে প্রস্তুতি ও সক্ষমতা প্রয়োজন তা বিএনপির আছে।

তবে সরকার যদি অপচেষ্টা করে বিএনপিকে জোর করে নির্বাচনে আনতে চায়, সেক্ষেত্র দল তার নিজস্ব কৌশল ব্যবহার করবে। তখন দল সিদ্ধান্ত নেবে নির্বাচনে আসবে কি আসবে না।

বিএনপিকে হালকা করে দেখার সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, বিএনপি বৃহৎ দল হিসেবে জনগণের পক্ষে জনগণকে নিয়ে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। সেক্ষেত্রে জনগণের ভোটাধিকার আদায়ে কাজ করে যাবে।

প্রশ্নবিদ্ধ নির্বাচন যেন না হয়- প্রধানমন্ত্রীর দেওয়া এ বক্তব্য বিএনপির সঙ্গে মিল রয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপির রেজিস্ট্রেশন বাতিল হলো কি হলো না তা মুখ্য বিষয় নয়। বিএনপির দাবি জনগণের দাবি। জনগণের ভোটাধিকার আদায়ে বিএনপি কাজ করে যাবে। জনগণ ঠিক করবে তারা আগামী নির্বাচনে কাকে চায়।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে প্রশ্ন তুলে নোমান বলেন, ভারত সফরে কি চুক্তি হবে তা স্পষ্ট নয়। জাতি জানতে চায় এ সফর দেশের কি সুফল বয়ে আনবে। দেশের পার্লামেন্টারি সদস্যরাও জানেন না কি চুক্তি হবে। কোনো আলোচনাও হয়নি এটা নিয়ে। এমন কোনো চুক্তি করবেন না যেখানে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এএম/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।