ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীর উন্নয়ন-অর্জনে বিএনপি এখন দিশেহারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
প্রধানমন্ত্রীর উন্নয়ন-অর্জনে বিএনপি এখন দিশেহারা সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

নোয়াখালী: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন-অর্জনে বিএনপি এখন দিশেহারা হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে অন্যপথে সরকার হটানোর পাঁয়তারা করছে।

বুধবার (১৫ মার্চ) দুপুর ১২টায় নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাটে একটি প্রাথমিক বিদ্যালয় ও ইসমাঈল ডিগ্রি কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, গঙ্গা চুক্তির মত তিস্তা চুক্তি হয়ে যাবে।

তিস্তা চুক্তি চুড়ান্ত পর্যায়ে। গঙ্গা চুক্তি যিনি করেছেন, তিস্তা চুক্তিও তিনি করবেন। এপ্রিলে প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন, সেখানে দেশের স্বার্থে খোলামেলাভাবে চুক্তি করা হবে।

সমাবেশে শিউলী একরাম প্রাথমিক ও নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যাহ, কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলী।

এছাড়াও উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. মাহে আলম, জেলা পুলিশ সুপার ইলিয়াছ শরীফ।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।