বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতির মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গবেষণা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থার বিজ্ঞানী, গবেষক ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ফেলোশিপ, জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি ফেলোশিপ এবং বিশেষ অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিশ্বব্যাপী নতুন উপসর্গ দেখা দিয়েছে; জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদকাসক্তি।
তিনি বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা অনেক মেধাবী। দেশে না বিদেশেও যারা লেখাপড়া করে যাচ্ছে তারাও মেধার দৃষ্টান্ত রেখে যাচ্ছে। সুতরাং কেউ যেন বিপথে না যায় সেদিকে বিশেষ নজর দেয়ার জন্য শিক্ষক, অভিভাবক সবাইকে অনুরোধ জানাচ্ছি। ’
সন্ত্রাসের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার দৃঢ়প্রতিজ্ঞ। কোন সন্ত্রাস জঙ্গিবাদের স্থান বাংলাদেশে হবে না। ’
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ফ ম রুহুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব সিরাজুল হক খান।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এমইউএম/আরআই