ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জামিনে মুক্তি পেলেন সোহেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
জামিনে মুক্তি পেলেন সোহেল

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল কেরানীগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে তিনি মুক্তি পান।

বিএনপি চেয়ারপাসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাশকতার ৯০ মামলায় নিম্ন ও উচ্চ আদালত থেকে জামিন পেয়ে ৬ মার্চ (সোমবার) সন্ধ্যায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান হাবিব-উন-নবী খান সোহেল।

তবে মুক্তির পরপরই কারাগার চত্বর থেকে তাকে আবারও গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে রাজধানীর রমনা থানায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।  

২০১৫ সালের ৯ জানুয়ারি রমনা থানাধীন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এসআই আতিকুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। পরে অবশ্য এ মামলাও জামিন পান তিনি।

প্রায় ১১০টি মামলার আসামি বিএনপির এ নেতা দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ২০১৬ সালের ৯ অক্টোবর ঢাকা সিএমএম আদালতে ৪০টি মামলায় আত্মসমর্পণ করে জামিন চান। কিন্তু আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।