ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মেহেরপুরে জামায়াতের ২৪ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
মেহেরপুরে জামায়াতের ২৪ নেতাকর্মী আটক

মেহেরপুর: গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে জামায়াতের ২৪ নেতাকর্মীকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। মঙ্গলবার (৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়ি থেকে তাদের  আটক করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বাংলানিউজকে জানান, টেংরামারি গ্রামে জামায়াতের গোপন বৈঠক চলছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল ওই গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালায়।

এ সময় ঘটনাস্থল থেকে জামায়াতের ২৪ নেতাকর্মীকে আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে বেশকিছু দলীয় ইসলামী বই উদ্ধার করা হয়।

এ বিষয়ে বুধবার সদর থানা পুলিশের পক্ষ থেকে ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট ১৫(৩) ধারায় মামলা দায়ের করে আটক নেতাকর্মীদের আদালতে নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ০৫ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।