এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২৪ এপ্রিল) বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
এ নির্বাচন মঙ্গলবার (২৫ এপ্রিল) হওয়ার কথা ছিলো।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম মাসুদ হোসেন দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইশরাত জাহান।
প্রথম দফায় ভোটার তালিকায় নাম থাকলেও দ্বিতীয় দফায় চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য ভোটার তালিকায় নাম বাদ পড়ায় মোকামতলা ইউপির সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের সদস্য ফাহিমা বেগম রিটটি করেন।
পরে মাসুদ হোসেন দোলন জানান, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচন আগামী ৮ জুন পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে রিটকারীকে কেন ভোটার তালিকায় অর্ন্তভূক্ত করার নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করেছেন।
মঙ্গলবার বগুড়া জেলা পরিষদের শুধু চেয়ারম্যান পদে ভোটগ্রহণের দিন ধার্য ছিল। এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর চেয়ারম্যান ও তিনটি সাধারণ সদস্য পদ বাদে অন্য সব পদে ভোটগ্রহণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
ইএস/এএসআর