ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিগারেট একদিনেই ছেড়ে দিয়েছি: রাঙ্গা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
সিগারেট একদিনেই ছেড়ে দিয়েছি: রাঙ্গা ‘জঙ্গিবাদ ও মাদকমুক্ত স্বপ্নের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা

ঢাকা: নেশা ত্যাগ করা খুব কঠিন কোন বিষয় নয়, ইচ্ছাটাই যথেষ্ট। আমিও এক সময় দৈনিক ৪০টা সিগারেট খেতাম, একদিনেই তা ছেড়ে দিয়েছি- বললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে সোনার বাংলা সঙ্গীত একাডেমি আয়োজিত ‘জঙ্গিবাদ ও মাদকমুক্ত স্বপ্নের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ধূমপান ছেড়ে দেওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, একদিন মনে হলো, যে জিনিস স্টেজে খাওয়া যায় না, গুরুজনদের সামনে খাওয়া যায় না, সে জিনিস ভালো না।

এমন উপলব্ধি থেকে ওইদিনই সিগারেট ছেড়ে দিয়েছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনার বাংলা সঙ্গীত একাডেমির সভাপতি সৈয়দা সাজেদা সাজু এবং অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মশিউর রহমান। আলোচনা শেষে বিশেষ অবদানের জন্য ১০ ব্যক্তিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এমআই/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।