মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে সোনার বাংলা সঙ্গীত একাডেমি আয়োজিত ‘জঙ্গিবাদ ও মাদকমুক্ত স্বপ্নের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
ধূমপান ছেড়ে দেওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, একদিন মনে হলো, যে জিনিস স্টেজে খাওয়া যায় না, গুরুজনদের সামনে খাওয়া যায় না, সে জিনিস ভালো না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনার বাংলা সঙ্গীত একাডেমির সভাপতি সৈয়দা সাজেদা সাজু এবং অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মশিউর রহমান। আলোচনা শেষে বিশেষ অবদানের জন্য ১০ ব্যক্তিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এমআই/এসআরএস/এমজেএফ