বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার লালমনিরহাটের তিস্তা ব্যারাজের রেস্টহাউজ অবসরে এক প্রেস ব্রিফিং এ কথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বুড়িমারী স্থলবন্দর হয়ে বিকেলে দেশে ফিরে আসা নিয়ে এ প্রেস ব্রিফিং করা হয়।
প্রেস ব্রিফিং এ জানানো হয়, তিস্তার পানি চুক্তি নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। দুই দেশের রাষ্ট্র প্রধানদের মধ্যে এ নিয়ে একাধিকবার বৈঠক হয়েছে বা হবে। এ নিয়ে জাতীয় পার্টির কোনো মন্তব্য নেই। তবে তারা আশাবাদি শিগগিরই তিস্তার পানি চুক্তি হবে।
মমতা ও এরশাদের মধ্যে কোনো বৈঠক হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে জাপা’র মহাসচিব বলেন, এটি এরশাদ সাহেবের পারিবারিক সফর। পারিবারিক কয়েকটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন মাত্র। রাষ্ট্রীয় অনুষ্ঠান বা তিস্তার পানি চুক্তি নিয়ে কোনো বৈঠক হয়নি।
অপর এক প্রশ্নের উত্তরে রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সমর্থন দেয়নি আগামীতেও দিবে না।
জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ ২২ এপ্রিল বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতে পৈত্রিক বাড়িতে যান। সেখানে তিনি কয়েকটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
বিকেলে দেশে ফিরে তিস্তা ব্যারাজের রেস্টহাউজ অবসরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করেন।
তার সফরসঙ্গী হিসেবে ছিলেন, ছেলে এরিক এরশাদ, দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনিল শুভ রায়, ব্যক্তিগত সচিব মোহাম্মদ জসিম ও সহকারী মোহাম্মদ ওহাব।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
আরএ